পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়াতে “উচ্চ শিক্ষায় ইসলামিক স্টাডিজ”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি, শনিবার সকাল ৯.৩০ মিনিটে নতুন ২০ তলা ভবনের তৃতীয় তলায় সেমিনারটি অনুষ্ঠিত হয়। ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও কেন্দ্রীয় লাইব্রেরী প্রশাসক ড. ইমতিয়াযুল আলম মাহফুয এর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। সেমিনারটিতে মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুল আলম। ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. ইশতিয়াকুল আলম মামদুদ এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান রোটা ডাঃ মোঃ মতিউর রহমান এবং পিইউবি ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান এবং ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. এফ. এম. এ. এইচ তাকী। বগুড়া ও পাশর্^বর্তী অঞ্চলের বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও সিনিয়র শিক্ষকদের উপস্থিতিতে বক্তারা উচ্চ শিক্ষায় ইসলামিক স্টাডিজের গুরুত্ব তুলেন ধরেন। শিক্ষার্থীদের নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে ইসলামিক স্টাডিজ পাঠে আগ্রহী হতে আহ্বান জানান বক্তারা। ইসলামিক স্টাডিজ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীসহ বিশবিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা সেমিনারে উপস্থিত ছিলেন। মূল আলোচনা শেষে উপস্থিত বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকগণ প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেমিনারে অংশগ্রহণ করেন।
- January 18, 2025
- PUB